Header Ads

ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন সহকারী শিক্ষক নির্বাচন পরীক্ষা 2023

 

ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন বিকাশ ভবন (২য় তলা) ইস্ট ব্লক, সল্টলেক, কলকাতা - 700091 টেলিফোন-033-23213615 # ওয়েবসাইট: www.wbmsc.com

তথ্য নির্দেশিকা
7 তম রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষা (সহকারী শিক্ষক), 2023

পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন 7টি রাজ্য স্তরের নির্বাচনী পরীক্ষা (সহকারী শিক্ষক), 2023 [7 SLST(AT), 2023] 1729 টি অস্থায়ী শূন্যপদে IX-X এবং XI-শ্রেণীর জন্য সহকারী শিক্ষকের পদে নিয়োগের জন্য পরিচালনা করবে। বেসরকারীতে XII এবং TET (অ্যাডভান্স আরবি, ক্লাস V-VIII এবং আরবি UG ক্লাস I-IV)। পশ্চিমবঙ্গের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলি পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ (শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পদে নিয়োগ ও স্থানান্তরের জন্য ব্যক্তিদের নির্বাচন এবং সুপারিশ) নিয়ম, 2023 এবং NCTE নির্দেশিকা অনুসারে।

A. আবেদনকারীদের বয়সের মানদণ্ড:

সাধারণ বিভাগ: ন্যূনতম: 01.01.2023 তারিখে 21 বছর (... পরে জন্মগ্রহণ করেননি

01.01.2002) সর্বোচ্চ: 01.01.2023 অনুযায়ী 40 বছর (অর্থাৎ, 01.01.1983 সালের আগে জন্মগ্রহণ করেননি)

SC/ST/PH (অক্ষমতা 40% এবং তার বেশি) প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সে শিথিলতা:

সর্বোচ্চ বয়স: 01.01.2023 তারিখে 45 বছর (অর্থাৎ ... 01.01.1978 সালের আগে জন্মগ্রহণ করেননি)

ওবিসি প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সের শিথিলতা: সর্বোচ্চ: 43 বছর

01.01.2023 (i... 01.01.1980 এর আগে জন্মগ্রহণ করেননি)।

B. নির্বাচনের মোড:

1. I-IV শ্রেণীর জন্য আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষকদের নির্বাচন: ক) TET পরীক্ষা (OMR-MCQ) নিম্নলিখিত বিষয় এবং মার্কস (পাস মার্কস) অনুযায়ী পরিচালিত হবে

60%):

i) চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি

ii) ভাষা-I iii) ভাষা-II

iv) বিষয় পরীক্ষা (আরবি)

v) এনভায়রনমেন্টাল স্টাডিজ

মোট

30 মার্কস

30 মার্কস

30 মার্কস

30 মার্কস

খ) যোগ্যতা: ৫০% নম্বরের সাথে একটি নির্বাচনী বিষয় হিসেবে আরবি সহ ফাজিল/উচ্চ মাধ্যমিক পাস

30 মার্কস

150 মার্কস

👉D.El.Ed./B.Ed সহ NCTE দ্বারা যথাযথভাবে স্বীকৃত গ) প্রার্থীদের, TET পাশ করার পর প্রধান পরীক্ষায় বসতে হবে

👉প্রধান পরীক্ষা (OMR MCQ)
90 মার্ক

30 মার্ক

ii) ভাষা- l

iii) ভাষা-II বেতন সমাধান পরীক্ষা (আরবি) -

30 মার্ক

30 চিহ্নিতকারী

প্রধান পরীক্ষা (OMR-MCQ)

90 মার্ক

2) V-VIII ক্লাসের জন্য স্নাতক শিক্ষক নির্বাচন: ক) TET পরীক্ষা (OMR-MCQ) নিম্নলিখিত বিষয় অনুযায়ী পরিচালিত হবে এবং

মার্কস (পাস মার্কস-

60%):

30 মার্ক

1) শিশু বিকাশ এবং শিক্ষাবিদ্যা

খ) ভাষা-1

iii) ভাষা-II

30 মার্ক

30 মার্ক

iv) আরবি/অ্যাডভান্স আরবি ধর্মতত্ত্ব

60 নম্বর

মোট

150 মার্ক

b) যোগ্যতা: B.Ed সহ 50% নম্বর সহ স্নাতক বা স্নাতকোত্তর। অথবা স্নাতক বা স্নাতকোত্তর সহ

B.Ed সহ 45% নম্বর। 29.07.2011 এর আগে।

গ) প্রার্থীদের, TET পাশ করার পর প্রধান পরীক্ষায় বসতে হবে

প্রধান পরীক্ষা (OMR-MCQ)

90 মার্ক

3) IX-X শ্রেণীর জন্য স্নাতক শিক্ষক নির্বাচন:

প্রধান পরীক্ষা (OMR-MCQ)

90 মার্ক

ক) যোগ্যতা:

i) B.Ed সহ 50% নম্বর সহ স্নাতক বা স্নাতকোত্তর, বা 45% নম্বর সহ স্নাতক বা স্নাতকোত্তর

বিএড সহ 29.07.2011 এর আগে। ii) সংশ্লিষ্ট বিষয়ে 300 নম্বর অধ্যয়ন করেছেন

4) একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য স্নাতকোত্তর শিক্ষক নির্বাচন:

প্রধান পরীক্ষা (OMR_MCQ)

90 মার্ক

ক) যোগ্যতা: বি.এড সহ 50% নম্বর সহ গৃহীত বিষয়ে স্নাতকোত্তর, বা, স্নাতকোত্তর

বিএড সহ 45% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়। 29.07.2011 এর আগে।

বিঃদ্রঃ:

1. মেইন-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা অনুযায়ী প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে

পরীক্ষা। 2. ইন্টারভিউয়ের জন্য ডাকা প্রার্থীদের সংখ্যা সংশ্লিষ্ট বিষয় এবং বিভাগে চূড়ান্ত শূন্যপদগুলির 1.5 গুণ হবে

3. চূড়ান্ত মেধা তালিকা তৈরি এবং প্রকাশের জন্য TET-এর মার্কগুলি বিবেচনায় নেওয়া হবে না। 4. মূল পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধা অনুযায়ী চূড়ান্ত প্যানেল তৈরি করা হবে

এবং সাক্ষাৎকার।

5. তালিকাভুক্ত প্রার্থীদের সংখ্যা সংশ্লিষ্ট চূড়ান্ত শূন্যপদগুলির সংখ্যার সমান হবে

বিষয় এবং বিভাগ

6. অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের সংখ্যা সংশ্লিষ্ট বিষয়ে চূড়ান্ত শূন্যপদের 0.1 বার হবে

এবং বিভাগ

7. প্রার্থীদের কোন মার্ক-শীট জারি করা হবে না

8. এনসিটিই নির্দেশিকা অনুযায়ী এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের সুবিধা অনুযায়ী TET যোগ্য শংসাপত্র জারি করা হবে।

9. TET এবং প্রধান পরীক্ষায় সমস্ত প্রশ্ন একাধিক-নির্বাচনী প্রশ্ন (MCQ) হবে, প্রতিটিতে থাকবে

একটি মার্ক, চারটি বিকল্প সহ যার মধ্যে একটি উত্তর সঠিক হবে।

ক) যোগ্যতা:

i) B.Ed সহ 50% নম্বর সহ স্নাতক বা স্নাতকোত্তর। অথবা 45% নম্বর সহ স্নাতক বা স্নাতকোত্তর

বিএড সহ 45% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়। 29.07.2011 এর আগে।

10. প্রার্থীদের 4টি বিকল্পের মধ্যে শুধুমাত্র একটি বিকল্প চিহ্নিত করতে হবে। যে কোনো প্রশ্নের একাধিক বিকল্প চিহ্নিত করলে সেই নির্দিষ্ট প্রশ্নের মূল্যায়ন করা যাবে না।

11. ভুল বিকল্পের জন্য নেতিবাচক মার্কিং থাকবে। প্রতি 2 ভুলের জন্য একটি মার্ক কাটা হবে

উত্তর

12. একজন প্রার্থী একটি বিভাগে এবং একটি বিষয়ে শুধুমাত্র I-IV বা V-VIII বা IX-X-এর জন্য আবেদন করতে পারেন

XI-XII এর জন্য

13. ভুল বা মিথ্যা তথ্য প্রদানের ফলে নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে বা এমনকি নিয়োগের পরেও প্রার্থিতা বাতিল হতে পারে। এ ধরনের ঘটনায় প্রার্থীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

14. মাদ্রাসায় আবেদনকারী প্রার্থীদের মাধ্যম হিসেবে নির্দিষ্ট ভাষা থাকতে হবে

মাধ্যমিক স্তরের যে কোনও একটিতে কমপক্ষে 100 নম্বরের প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসাবে মাধ্যম

উচ্চ মাধ্যমিক বা স্নাতক স্তর।

15. পদের স্নাতক বিভাগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা প্রার্থীরা (ক্লাস - IX-X) বা (V-VIII) স্নাতক স্কেলের জন্য প্রযোজ্য বেতনের জন্য যোগ্য হবেন এবং স্নাতকোত্তর স্নাতকোত্তর স্কেল নয়, এমনকি যদি তাদের স্নাতকোত্তর ডিগ্রি থাকে )

16. আবেদনের শেষ তারিখ অনুযায়ী যোগ্যতা হবে

CTEST কেন্দ্রগুলি: আবেদনকারীদের কমিশনের ওয়েবসাইট i.c. www.wbmsc.com-এর মাধ্যমে অ্যাডমিট কার্ডের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রগুলি সম্পর্কে জানানো হবে

D. ফি স্ট্রাকচার: পরীক্ষার ফি (TET & Subject) Rs. সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য 500/- এবং শারীরিকভাবে প্রতিবন্ধী (PH) বিভাগের প্রার্থীদের জন্য 250/- টাকা।

পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইট www.wbmse.com


Madrasa services information🎯
এই প্রথম মাদ্রাসা সার্ভিস কমিশন বয়স ছাড়া কোনো ক্যাটাগরী সংরক্ষণ রাখেনি

🎯দুটি কোশ্চেন ভুলের জন্য ১ মার্কস বাদ

🍀 চারটে ক্যাটাগরি রেখেছে যেখানে প্রাইমারি আপার প্রাইমারি গ্যাজুয়েট এবং পোস্ট গ্যাজুয়েট. প্রত্যেক স্টুডেন্ট শুধুমাত্র একটিতে এপ্লাই করতে পারবে।

🎯 প্রাইমারি এবং আপার প্রাইমারির ক্ষেত্রে এরাবিক নিয়ে মাধ্যমিক লেভেলে পড়া চাই

🎯 পরীক্ষার ফর্ম ফিলাপের জন্য জেনারেল ৫০০ টাকা বাকি ক্যাটাগরি আড়াইশো টাকা

📑পরীক্ষা প্রাইমারি এবংupper প্রাইমারি ছাড়া প্রিলিমিনারি হবে না ,
সেক্ষেত্রে গ্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটের ৯০ মার্কস মেন এক্সাম হবে যেটি mcq.

*🎯Bed 21_23 ব্যাচ যদি ১২ই জুনের মধ্যে নিজেদের ফাইনাল সেমিস্টার  রেজাল্ট বের করে নিতে পারে তাহলে তারা বসতে পারেতে পারে.*

🎯যদিও আবেদনের শেষ তারিখ বাড়বে ৩০ শে জুন.

🎯যাদের গ্যাজুয়েশনে ৫০ %মার্কস নেই তারা পোস্ট গ্রেজুয়েশন এর 50%  নম্বর দেখিয়ে বসতে পারে.

🎯যাদের ২০১১ এর আগে গ্র্যাজুয়েশন সে ক্ষেত্রে ৪৫% নম্বর থাকলে হবে যদি গ্যাজুনে না থাকে সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশনের 45% নম্বর থাকলে হবে


Mode of selection, syllabus etc. 👇👇👇👇

Link 👇👇👇


WBMSC info guide 👈👈



Madrasa gazette 👈👈




WBMSC NOTIFICATION 👇👇👇👇



Vacancy  👇👇👇👇




FAQ

#WBMSC    & WBBME
অনেকের জানতে চাওয়া প্রশ্নের উত্তর 

মাদ্রাসা সার্ভিস কমিশনে (WBMSC) যে গেজেট প্রকাশিত হয়েছে অর্থাৎ যে পরীক্ষা হতে চলেছে সেখানে---

১) সবাই পরীক্ষা দিতে পারবে অর্থাৎ জাতি, ধর্ম ,বর্ণ নির্বিশেষে সকলেই পরীক্ষার জন্য দরখাস্ত করতে পারবে।
২) মাদ্রাসা থেকে পড়তে হবে এমন কোনো ব্যাপার নয় বা মুসলিম হতে হবে এমন কোন ব্যাপার নয়। 
৩) এখানে কোন রিজার্ভেশন ক্যাটাগরি নেই অর্থাৎ সবাই জেনারেল হিসেবে দরখাস্ত করবে ।
৪) হিন্দু মুসলিম উভয়ই চাকরি করেন এবং উভয় ধর্মের ছাত্র-ছাত্রীরাও পড়াশোনা করে 
৫) চাকরি পাওয়ার পরে বেতন কাঠামো এবং নিয়ম-কানুন অন্যান্য স্কুল শিক্ষক-শিক্ষিকাদের মত ।
৬) প্রায় সব সাবজেক্টই পড়াশোনা করা হয় এবং শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয় ।
৭) মাধ্যমিক পর্যন্ত একটা মাদ্রাসা বোর্ডের আন্ডারে থাকে(WBBME) । মাধ্যমিক পরীক্ষার নাম হল 'হাই মাদ্রাসা এক্সাম' আবার উচ্চমাধ্যমিক বোর্ডের নাম হল WBCHSE ( অর্থাৎ যেটা হাই স্কুলের বোর্ড) মানে উচ্চ মাধ্যমিকটা একটাই বোর্ড মাদ্রাসা এবং স্কুলের । ' হাই মাদ্রাসা এক্সাম' সিলেবাস এবং প্রশ্নের ধরন স্কুল বোর্ডের মাধ্যমিকের মত । শুধু একটি ঐচ্ছিক অ্যাডিশনাল কম্পালসারি আরবি বিষয় থাকে ( শুধু পরীক্ষায় বসতে হয় marks যোগ হয় না) 
৮) WBBME এর আন্ডারে আরেকটি মাদ্রাসা থাকে, যার নাম সিনিয়র মাদ্রাসা , এখানে আলিম(মাধ্যমিক সমতুল্য) এবং ফাজিল (উচ্চ মাধ্যমিক) সমতুল্য । এই দুটি কোর্সের ক্ষেত্রে জেনারেল বিষয় ছাড়াও আরবি এবং ইসলাম ধর্মীয় বিষয়  সাবজেক্ট কিছুটা থাকে ।



💥 মাদ্রাসা সার্ভিস কমিশন  2023  সালে( IX- X,  XI- XII এবং TET under graduate) শ্রেণীতে সহকারী শিক্ষকের পদের জন্য 1729 টি  শূন্যপদে নিয়োগের আবেদন শুরু।

💥 আবেদন জমা দেওয়ার জন্য অনলাইন পোর্টালটি বিকাল ৪টা থেকে খোলা হবে। 12.05.2023 থেকে 12.06.2023 তারিখে পর্যন্ত আবেদন করতে পারবেন...

💥 কারা পরীক্ষা দিতে পারবে এবং কোয়ালিফিকেশন কি, এই নিয়ে বিস্তারিত আলোচনা পরের নোটিফিকেশান বেরোলে বুঝতে পারা যাবে।


🌞 আরবি ভাষা ছাড়া কি মাদ্রাসা প্রাইমারি এবং আপার প্রাইমারি দেওয়া যাবে না ????


গুরুত্বপূর্ণ বিষয় : MSC 
🔹এই নোটিফিকেশন অনুযায়ী নবম - দশম ও একাদশ-দ্বাদশের  ক্ষেত্রে PT হচ্ছে না।
🔹নবম-দশম ও একাদশ-দ্বাদশে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। (১×৯০ = ৯০)
🔹নেগেটিভ মার্কিং আছে। প্রতি ২টো প্রশ্নের ভুল উত্তরে ১নম্বর কাটা যাবে। অর্থাৎ প্রতিটি ভুল উত্তরে অর্ধেক নম্বর কাটা যাবে।
🔹একজন প্রার্থী যেকোনো একটাতেই ফর্ম ফিল আপ করতে পারবে।
🔹প্রাইমারি (I-IV) ও আপার প্রাইমারির (V-VIII) ক্ষেত্রে আরবি বিষয় পড়ে থাকতে হবে। কারণ লিখিত পরীক্ষায় প্রাথমিকের জন্য ৩০ নম্বর ও উচ্চ প্রাথমিকের জন্য ৬০ নম্বরের প্রশ্ন থাকবে।
🔹০১.০১.২০২৩ অনুসারে ২১ বছর - ৪০ বছর বয়সের প্রার্থীরা ফর্ম ফিল আপ করতে পারবে। সংরক্ষিত প্রার্থীদের বয়সের জন্য যথারীতি ছাড় আছে। 
🔹নবম-দশম ও একাদশ-দ্বাদশের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রার্থীকে অন্তত ৫০% নম্বর পেতে হবে। তবে ২৯.০৭.২০১১ - এর আগে যাদের বি.এড আছে, তাদের জন্য ৫ শতাংশ নম্বরের ছাড় আছে। অর্থাৎ তাদের ৪৫% পেলেই হবে। 
🔹নবম-দশম ও একাদশ-দ্বাদশের ক্ষেত্রে যে বিষয়ে প্রার্থী পরীক্ষা দেবে, সেই বিষয়ে স্নাতকস্তরে অন্তত ৩০০ নম্বর পড়ে থাকতে হবে।
🔹মাদ্রাসাতে শুধু PH দের সংরক্ষণ আছে। বাকিরা সবাই জেনারেল। তাই PH  ছাড়া বাকিদের ফর্ম ফিল আপের ছাড় বা নম্বরের ছাড় নেই। শুধু বয়সের ছাড় আছে।
🔹ফর্ম ফিল আপ করতে জেনারেল - ৫০০, PH -২৫০ টাকা।














No comments

Powered by Blogger.